ধুনট (বগুড়া) প্রতিনিধি: উত্তরের দর্পণ
বগুড়ার ধুনটে শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১ম স্থান অধিকার করেছে মিকদাদ মেহমেদ সায়িক। সোমবার প্রকাশিত ফলাফলে ধুনট উপজেলার ২০ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
তন্মধ্যে ট্যালেন্টপুলে ১ম স্থান অর্জন করা মিকদাদ মেহমেদ সায়িক ধুনট উপজেলার চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী এবং সে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খানের ছেলে। মেধাবী শিক্ষার্থী সায়িকের রোল নং ৭১৯৮।