স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) এর উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষ্যে প্রস্তুতি ম্যাচ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সভাপতি একাদশ ৩৭ রানে বিজয়ী হয়েছে।
টসে জিতে সভাপতি একাদশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে সভাপতি একাদশ করে ১১৩ রান। দলের পক্ষে জুয়েল হাসান সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া টি এম মামুম ৩৬, আইনুল ১১ রান করেন। সেক্রেটারি একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম ২টি, প্রতীক ওমর ২টি, সেলিম ও এনাম বাবু ১টি করে উইকেট শিকার করেন।
জবাবে সেক্রেটারি একাদশ ২ উইকেটে ৭৬ রান করে। দলের পক্ষে সেলিম উদ্দিন সর্বোচ্চ ৩৪ রান করেন। ফেরদৌসুর রহমান করেন ১৬ রান। সভাপতি একাদশের অধিনায়ক মোস্তফা মোঘল ২টি উইকেট শিকার করেন।
প্রস্তুতি ম্যাচে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সিনিয়র সদস্য রেজাউল হাসান রানু, আবুল কালাম আজাদসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।