Monday, December 23, 2024
Homeউত্তরের খবরদুপচাঁচিয়ায় কাব ক্যাম্পুরির মহাতাঁবু জলসা ও সমাপনী

দুপচাঁচিয়ায় কাব ক্যাম্পুরির মহাতাঁবু জলসা ও সমাপনী

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : রোববার রাতে দুপচাঁচিয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে তিন দিন ব্যাপি ৫ম উপজেলা কাব ক্যাম্পুরি মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি জান্নাত আরা তিথি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন। অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দীন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষক আঞ্জুমান আরা, স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে স্কাউটদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরির “এসো কাবিং করি-বৈষম্যহীন দেশ গড়ি” থিমে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কাব লিডার শিক্ষক জিয়াউল হক ও মাসুদ রানা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments