দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : শুক্রবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ ফেন্সিডিল বিক্রেতা দুই নারী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত শুক্রবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলা সদরের নিউ মার্কেটের পায়ে পায়ে শো-রুমের সামনে সন্দেহজনক ঘোরাফেরাকালে দুই মহিলাকে আটক করে।
আটককৃতরা হলো রংপুর জেলার মিঠাপুর উপজেলার খোড়াগাছ পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ এর মেয়ে শাহাবানু আক্তার (২৯) ও বগুড়া মালতিনগর দক্ষিণপাড়া গ্রামের হান্নান এর স্ত্রী মাহফুজা বেগম (৫২)। পুলিশ তাদের হেফাজত থেকে ২০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেছে। ওই রাতেই তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
অপর দিকে পুলিশ গ্রেপ্তারী পরোয়ানামুলে দুপচাঁচিয়া পাওগাছা সরদারপাড়া গ্রামের আব্দুল জোব্বার সরদারের ছেলে আরিফ (২৮), চৌমুহনী বেলহালী গ্রামের মহিরুদ্দীন সরকার এর ছেলে আব্দুল বারিক সরকার (৩৮) ও ডাকাহার গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে মোমিনুর ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।