Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরধুনটে নতুন ভবনে রূপালী ব্যাংক গোসাইবাড়ী শাখার ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ধুনটে নতুন ভবনে রূপালী ব্যাংক গোসাইবাড়ী শাখার ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে রূপালী ব্যাংক পিএলসির গোসাইবাড়ী শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার গোসাইবাড়ী ইউনিয়নের বাসষ্ট্যান্ড এলাকার সরকার প্লাজার দ্বিতীয় তলায় স্থানান্তরিত ভবনে বৃহৎ পরিসরে নতুন আঙ্গিকে শতভাগ অনলাইন সেবা নিয়ে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রূপালী ব্যাংক পিএলসি গোসাইবাড়ী শাখার ব্যবস্থাপক রবিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের বগুড়া জোনের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো: মাহবুবুল ইউনুস। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের বগুড়া কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আবু সাইদ মো: আল ইমরান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোসাইবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, ধুনট সরকারি কলেজের প্রভাষক সুলতান মাহমুদ বাদশা, গোসাইবাড়ী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম তালুকদার, মামুনুর রশিদ, খাইরুল ইসলাম বিপ্লব, আব্দুর রউফ ভুলু প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments