দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার দুপচাঁচিয়া পৌরসভার পৌর সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহজাহান সিরাজ (সহকারী কর আদায়কারী), সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান খান (উচ্চমান সহকারী) ও সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক মন্ডল (সহকারী শিক্ষক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভা সভাকক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮২জন ভোটারের মধ্যে ৭৯জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় আহ্বায়ক হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ ও সদস্য জামিনুর রহমান সহকারী প্রকৌশলী, ছালমা খাতুন উপ-সহকারী প্রকৌশলী দায়িত্ব পালন করেন।