সাখাওয়াত হোসেন জনি: বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি ও দলীয় অঙ্গসহযোগী সংগঠন। শোভাযাত্রায় ব্যতিক্রম হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত করে সেজে ছিলেন জেলা ছাত্রদল কর্মী জিতু ফকির।
জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের অনুপ্রেরণায় শহীদ জিয়ার বেশে শোভাযাত্রার সামনে ছিলেন জিতু ফকির। জিতু ফকির বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মানু ফকিরের ছেলে এবং জেলার কাহালু সরকারি কলেজ থেকে আগামীতে এইচএসসি পরীক্ষা অংশ নিবেন।
জানা যায়, বেলা সাড়ে ১২টায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় বিশাল কর্মী ও সমর্থকদের নিয়ে অংশ নেয় জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। শোভাযাত্রা ব্যতিক্রমী ভাবে ব্যানার সামনে উপস্থিত হয় ছাত্রদল কর্মী জিতু।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেশে হাজির হোন তিনি। তার পরনে ছিল মাথায় লাল টুপি (আর্মি টুপি), চোখে সোনালী ফ্রেমের চশমা, সাদা হাফহাতা গেঞ্জি, সাদা প্যান্ট ও পায়ে কালো বুট জুতা, কাঁধে কোদাল। পুরো শহর জিতু এভাবেই প্রদক্ষিণ করেছেন।
জেলা ছাত্রদল কর্মী জিতু ফকির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদলের রাজনীতি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসনামলে দেশের আর্থ-সামাজিক অবাকঠামোগত উন্নয়নে মানুষের মাঝে এভাবে উপস্থিত হতেন। একসাথে কাঁধেকাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করে গেছেন। তাকে স্মরণ করে জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার ভাইয়ের অনুপ্রেরণায় আজ আমি এই বেশ ধারণ করি। আমি কখনও কল্পনা করতে পারিনি একজন কর্মী হয়ে শহীদ জিয়ার বেশে বগুড়ায় শোভাযাত্রা অংশগ্রহন করব। আমি অভিভুত।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি ও দলীয় অঙ্গসহযোগী সংগঠন।
আমরা ছাত্রদলের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশ গ্রহন কির ভিন্নভাবে। সেখানে আমাদের কর্মী জিতুকে সাজানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত করে। আমরা বগুড়ার আপামর মানুষকে আবারো স্মরণ করিয়ে দিয়েছি শহীদ জিয়া এদেশের আধুনিক উন্নয়নের রুপকার।
আবারও আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে দেশকে নতুন করে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।