স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে ৪ দিনব্যাপি শহীদ জিয়াউর রহমানের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্তিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়া গোর্কী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামিলুর রহমান শাওন, সদস্য সচিব হোসেন আলী, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
৭ নভেম্বর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্থির চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন লেখকের গ্রন্থ নিয়ে একটি বুক স্টলও সেখানে রয়েছে। নতুন প্রজন্ম এ প্রদর্শনী থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনী সম্পর্কে অবগত হবে।