Monday, December 23, 2024
Homeবিনোদনসোনাতলায় দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপিত

সোনাতলায় দৈনিক নয়া দিগন্তের ২ দশক পূর্তি উদযাপিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। দৈনিক নয়া দিগন্তের সোনাতলা উপজেলা প্রতিনিধির উদ্যোগে রোববার দুপুরে সোনাতলা পৌর কনফারেন্স রুমে দুই দশক পূর্তির এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কর্তন করেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।
দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় দুই দশক পূর্তির অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান, পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমীন রঞ্জু, জামায়াত নেতা ডা. নুরুল আমীন সরকার, পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাকিলুর রহমান,

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, ছাত্র শিবির নেতা আলবার আকন্দ, সাংবাদিক আব্দুর রাজ্জাক, রিমন আহমেদ বিকাশ, শামীম আক্তার রতনসহ আরও অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments