Monday, December 23, 2024
Homeউত্তরের খবরকুরআনের সৈনিকেরা জুলুম নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালায় না- অধ্যক্ষ শাহাবুদ্দিন

কুরআনের সৈনিকেরা জুলুম নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালায় না- অধ্যক্ষ শাহাবুদ্দিন

প্রেস রিলিজ: সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইবকাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

সেক্রেটারী মাওলানা ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক জহুরুল ইসলাম, মাওলানা জহুরুল ইসলাম, সাদিক স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআনের সৈনিকেরা জুলুম নির্যাতনের ভয়ে দেশ ছেড়ে পালায় না। য়ারা দেশকে ভালোবাসেনা তারাই পালায়। কুরআলোর আলো ছড়িয়ে দিতে সকল দায়িত্বশীলদের কে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের সমাবেশে লগি-বৈঠার তাণ্ডব চালায়। ওই দিনই গণতন্ত্র হত্যার পথ রচিত হয় এবং বাংলাদেশ পথ হারায়। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাসহ প্রায় পাঁচ শত নেতা-র্কর্মীকে হত্যা করা হয়েছে। সারাদেশে জামায়াতসহ বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং নিরীহ জনসাধারণকে হত্যা, গুম ও খুন, জেল-জুলুম, হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে।

তাদের দুঃশাসনের বিরুদ্ধে মুক্তিকামী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments