স্পোর্টস রিপোর্টার: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নোমেন্ট। আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। দেশের ৮টি বিভাগসহ ১০টি জেলা শহরে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এতে লাল ও সবুজ নামে দুটি দলে জাতীয় দলের খেলোয়ারসহ ক্রিকেটারগণ অংশগ্রহন করবেন। বিভাগীয় পর্যায়ে বিজয়ী দলগুলো ঢাকায় চুড়ান্ত খেলায় অংশগ্রহন করবেন। বগুড়ায় টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে শনিবার বেলা ১২ টায় জেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন টুর্নামেন্টে কমিটির নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, টুর্নামেন্টে কমিটির আহবায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবপ্রত পাল। এসময় বিএনপি নেতা আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন, এড. আব্দুল বাসেদ, মাফতুন আহম্মেদ খান রুবেল, মাহবুবুর রহমান বকুল, মোর্শেদ মিল্টন, সহিদুন্নবী সালাম, তাহাউদ্দিন নাহিন, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শাহাদত হোসেন, মনিরুজ্জামান মনি, মোশারফ হোসেন চৌধুরী, এনামুল হক নতুন, আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম, আবু হাসান, এনামুল হক সুমন, নাজমা আক্তার, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ, সরোয়ার হোসেন, সেকেন্দার আলী মুন্সি, ক্রীড়া সংগঠক এম আর সিদ্দিক লেমন, আমিনুল হক দেওয়ান সজল,
টুর্নামেন্ট কমিটির জিয়াউর রহমান তপু, বোরহানুল হক পাপ্পু, সাব্বির আহমেদ রুবেল, তানভীর আলম রিমন, প্রমুখ। পরে নেতৃবৃন্দ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু পরিদর্শন করেন।
এসময় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নোমেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু বলেন, শহীদ জিয়ার জন্মভুমিতেই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হবে। শহীদ জিয়াউর রহমান ক্রিকেটকে ভালোবাসতেন, তিনিই প্রথম এনসিসিসহ বিদেশী দলগুলোকে দেশে আসার অনুমতি দেন। বিএনপি শুধু দেশ পরিচালনা নয় খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে পারে সেই লক্ষ্যেই এই টুর্নামেন্ট। এটি আকর্ষনীয় হবে বলে জানান।