সাহিন সরদার. কাহালু প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ার কাহালুতে পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর আহবায়ক পারভেজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কাহালু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, কাহালু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার আজম, ইনসান আলী খান, যুবনেতা খোকন খান, ফরহাদ বাবু, জামিল, রবিউল ইসলাম, । পৌর যুবদলের নেতা মিলন সরদার, আব্দুল করিম, ইউনুস আলী, মোহাম্মদ আলী সুমন, সুলতান সরদার প্রমূখ।