Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা

স্টাফ রিপোর্টার: বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।
এবারের মেলায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিজ্ঞানীদের শতাধিক প্রজেক্টে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশ নেয়৷ প্রজেক্ট পরিদর্শন শেষে সর্বোচ্চ স্কোর অর্জন করা দুইটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়৷

প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, যে কোনো চেষ্টা এক দিনের জন্য নয়৷ উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ শুধু পাঠ্য বই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে৷ আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা কিন্তু আগামীর সম্ভাবনা৷ আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে৷

অভিভাবকরা এমন আয়োজনে কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা আরো মেধাবী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments