বিশাল আকৃতির পুকুর, সেই পুকুরের পানিতে ছেড়ে দেয়া হয়েছে ১ টি হাঁস, হাসঁ ধরতে পানিতে নেমেছেন ৫ জন যুবক, তবে কোনভাবেই হাঁস ধরতে পারছেন না তারা, সবার হাত থেকে বাঁচতে ছুটছে হাঁস। ব্যতিক্রমী এই খেলা দেখতে মানুষের ভীড় পুকুরে পাড়ে।
বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ এলাকার একটি পুকুরে শনিবার দুপুরে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়।
আনন্দ মেলা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই খেলার আয়োজন। খেলাতে অংশগ্রহণকারীদের ৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে পুকুরে নামানো হয় এবং হাঁসটি যে ধরতে পারবে সে পুরস্কার হিসেবে হাঁসটি নিয়ে নিবে।
ঐতিহ্যবাহী হাঁস খেলা প্রথমবারের মতো দেখে আনন্দিত শিশু ও বৃদ্ধরা।
ধারাবাহিকভাবে ১০ টি দলের ৫০ জন যুবক এ হাঁস ধরার খেলায় অংশ নেন। খেলা শেষে ১০টি দলের ১০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি করে হাঁস তুলে দেন এই খেলার আয়োজকরা।