বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে – মমিনুর রশিদ শাইন

নাটোর প্রতিনিধি:নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নাটোর প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার জেলা কমিটির আয়োজনে  কর্মসূচি পালিত হয়।

সংস্থার জেলা শাখার সভাপতি এসএম মনজুর-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি মমিনুর রশিদ শাইন।

প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ।অ

নুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম আরিফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকার,

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, দৈনিক সংগ্রামের নাটোর প্রতিনিধি রিয়াজুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।