স্টাফ রিপোর্টার: বগুড়ার সচেতন শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে সাবেক ডিইও’র ষড়যন্ত্রের বিরুদ্ধে শনিবার বগুড়া শহরের সাতমাথায় এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব আজিজুল হক রাজা।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহার করতে হবে। বিগত ফাসিস্ট সরকারের মদদে বগুড়া জেলার শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই শিক্ষাবান্ধব জেলা শিক্ষা অফিসার হিসেবে বগুড়াবাসী রমজান আলী আক্ন্দকে সব ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যার করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষক নেতা বুলবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, কেএম পান্না, হাফিজার রহমান, ওবায়দুর রহমান বেনু, আবু বকর স্িিদ্দক, আশরাফুল ইসলাম আশিক, ফেরদৌ আলমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।