Sunday, January 12, 2025
Homeউত্তরের খবরধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

 

ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনটে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় জিসান (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ধুনট থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জিসান এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি কুমারখালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

হামলায় আহতরা হলো- রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম ইদ্রিসের ছেলে ধুনট উপজেলা বিএনপির সদস্য মুরাদ হোসেন (৪১), তার চাচা আব্দুল কাদের (৫৫) ও ছেলে রত্ন (১৬)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা দায়েরের পর এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments