Sunday, January 12, 2025
Homeউত্তরের খবরনিহত যুবক আবু সাঈদের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

নিহত যুবক আবু সাঈদের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবক আবু সাঈদের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকাল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় বগুড়া- রংপুর মহাসড়কে তারা বিক্ষোভ করেন।

এসময় এলাকাবাসী সড়কে লাশ রেখে অবরোধ করে এবং হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা। খবর পেয়ে সেখানে সদর থানা পুলিশ উপস্থিত হয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে মহাসড়কে অবরোধ তুলে নেন।

উল্লেখ্য শুক্রবার দিবাগত রাতে নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকায় আবু সাঈদ নামেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। নিহত আবু সাঈদ অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন।

নিহত আবু সাঈদ এর ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে৷ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের হয়েছে। খুব শীঘ্রই হয়তো জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments