Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরতাবলিগ জামাতের সাথী তাজুল হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

তাবলিগ জামাতের সাথী তাজুল হত্যার বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ওলামাপন্থী তাবলিগ জামাতের সাথী তাজুল ইসলাম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩ টায় বগুড়া সাতমাথার মুক্ত মঞ্চে জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব নজির এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যখন টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে প্যান্ডেল তৈরি ও মাঠ প্রস্তুত করার কাজে কয়েক হাজার তাবলিগের সাথী ময়দানে অবস্থান করছিলেন।

ঘুমন্ত সাথীদের উপর রাত ৩টায় সাদপন্থী সন্ত্রাসীরা হামলে পড়ে। দেশি-বিদেশি বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তারা নিরীহ সাথীদের উপর অতর্কিত হামলা করে। তাদের উপর্যুপার আঘাতে ৪জন সাথী শহিদ হয়েছেন। বগুড়ার আকাশতারা নারুলী এলাকার ওলামাপন্থী সাথী তাজুল ইসলাম শহিদ হয়েছেন। অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। সাদ কান্ধলবি কুরআন ও হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা প্রদান করে ইসলামের মূল রুপরেখাকে চরমভাবে বিকৃত করছে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা সভাপতি মাওলানা এহসানুল হক, জামিল মাদরাসার সহকারি মুহতামিম মাওলানা আতাউল্লাহ নিজামি, মাওলান আব্দুস সবুর, তাবলিগের শুরা সদস্য মাওলানা আলাউদ্দিন,

মাওলানা সিয়াম, মাওলানা শিবলি, আব্দুর রাজ্জাক, কারবালা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, বগুড়া তাবলিগের শুরা সদস্য মাওলানা মঞ্জুরুল ইসলাম, তেলিপুকুর মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম, ফুলতলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, রওশনশাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবু হুরায়রা, ফুলবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান।

সমাবেশে শেষে ৭দফা দাবী উপস্থাপন করেন বগুড়া কারবালা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা কারী ফজলুল করিম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments