মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত ও আধুনিকায়ন করতে হবে-ড. হাছানাত আলী

প্রেস রিলিজ: বগুড়ায় মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাববাড়িস্থ টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে বগুড়া জেলার ফাজিল কামিল মাদরসার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিহয়।

মহস্থান শাহ্ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা: হাছানাত আলী।

বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবী) মাওলানা মোঃ আব্দুল বারী রশিদীর পরিচালনায় প্রধান আলোচক এর বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ ড. আবু সালেহ মামুন, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ ড. আব্দুল মান্নান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রাগেব হাসান ওসমানী, অধ্যক্ষ রেজাউল করিম খান, অধ্যক্ষ আ না ম ইয়াহহিয়া, অধ্যক্ষ জি এম মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ রেজাউল বারী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদরাসা শিক্ষাকে বিজ্ঞানসম্মত ও আধুনিকায়ন করতে তাগিদ দেন। সমাজে বৈষম্যের কারণেই মাদরাসা শিক্ষার বিস্তার লাভ করছে। অনেকেই দারিদ্র্যের কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় না গিয়ে মাদরাসা শিক্ষার দিকে ঝুঁকছে। মাদরাসা থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বেরিয়ে এসেছেন। সমাজে অবদান রেখেছেন।

প্রধান অতিথি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষা কে ধ্বংস করেছে। গীত গান দিয়ে মাদরাসা শিক্ষাকে সাজাতে চেয়েছিল। তিনি বলেন অচিরেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।