Monday, December 23, 2024
Homeউত্তরের খবরপানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া আঞ্চলিক কমিটির সম্মেলন

পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া আঞ্চলিক কমিটির সম্মেলন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় পানি উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয় বগুড়া আঞ্চলিক কমিটির সম্মেলন বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন উদ্বোধক জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন বগুড়া আঞ্চলিক কমিটির নেতা আতাউর রহমান ও দেওয়ান শাকিলার রহমানের সঞ্চলনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবীর।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো: দিদার হোসেন, সহ-সভাপতি মো: এমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহম্মেদ চৌধুরী (অপু), নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মো: মোজাম্মল হক।

সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ১৭টি বছর দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম নির্যাতন করা হয়েছে।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তারেক রহমানের দিক নির্দেশনা মতে আগামী দিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কে ঢেলে সাজানো হবে ।

সম্মেলনে মো: সজীব হাসান সভাপতি ও মো: জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments