Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ার মাটিডালীতে শীতবস্ত্র বিতরণ

বগুড়ার মাটিডালীতে শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম গফুরের নিজস্ব উদ্যোগে এলাকার ১হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতার অংশ হিসাবে শনিবার সকাল ১১টায় সদরের মাটিডালি স্কুল এন্ড কলেজ মাঠে অত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে মাহিদুল ইসলাম গফুর বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন। তাঁর পক্ষ থেকেই বগুড়ায় গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান আলী শেখ, ছাত্রনেতা এ্যাডঃ সেলিম রানা, বিএনপি নেতা মতিউর রহমান শিখন, বাবুল আহম্মেদ, আলমগীর হোসেন, আব্দুল করিম, খোকন শেখ, শাহীন আশরাফ, মোহাম্মাদ আলমগীর হোসেন, দুলাল প্রাং, সাগর, মজিবর প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments