স্টাফ রিপোর্টার: বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে দীর্ঘমেয়াদী চর উন্নয়ন পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে চর অঞ্চলের উন্নয়নে কাজ করা প্রকল্প মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্যা চরস (এম-ফোর-সি) দুই দিনব্যাপী “ভবিষ্যতের জন্য অভিযোজন: চর অঞ্চলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা” শীর্ষক এই অনুষ্ঠানে চর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের (সিডিআরসি) কাছে হস্তান্তর করা হয়। এতে এই উন্নয়ন প্রচেষ্টা ভবিষ্যতেও ধারাবাহিক থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. ওয়ালী উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড. সৈয়দা জিনিয়া রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরডিএ-এর অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল্লাহ আল মামুন।
এতে আরও উপস্থিত ছিলেন চর উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিনিধিরা, গবেষক, নীতিনির্ধারক এবং আরডিএ ও সুইজারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা।
দুই দিনব্যাপী অনুষ্ঠানে চর অঞ্চলের স্থিতিশীলতার জন্য প্রাণিসম্পদ ইনপুট ও বাজার প্রবণতা, চর অর্থনৈতিক পথ: অংশীদারিত্ব ও অন্তর্দৃষ্টির মাধ্যমে অ্যাক্সেস তৈরি, (এম-ফোর-সি)-এর সিডিআরসিতে সংযুক্তি ও দীর্ঘমেয়াদী চর উন্নয়ন পরিকল্পনার হস্তান্তর বিষয়টি প্রাধান্য পায়। এতে (এম-ফোর-সি)-এর বিভিন্ন উদ্যোগ ও সাফল্য প্রদর্শিত হয়।
সুইজারল্যান্ড সরকার ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ২০১১ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে এমফোরসি প্রকল্প। প্রকল্পটি সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে চরাঞ্চলের কৃষি বাজার ব্যবস্থা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ধারিত চর সমূহের দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রতা ও বিপদাপন্নতা হ্রাস করা।
এই লক্ষ্যে এম-ফোর-সি শীর্ষক প্রকল্পটি দেশের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে জুলাই ২০২০ হতে জুন ২০২৪ পর্যন্ত ৬টি জেলার (গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, জামালপুর ও শরিয়তপুর) নতুন এলাকার চরাঞ্চলের চরবাসীদের সার্বিক অর্থনৈতিক উন্নতি, বাজারের সঙ্গে যোগাযোগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার হওয়ার বিভিন্ন কৌশল রপ্ত করায় কাজ করছে।