Monday, December 23, 2024
Homeসারা বাংলাএদেশে আর কোন ফ্যাসিস্টকে মাথাচাড়া দিতে দেয়া হবে না- খন্দকার লুৎফর

এদেশে আর কোন ফ্যাসিস্টকে মাথাচাড়া দিতে দেয়া হবে না- খন্দকার লুৎফর

স্টাফ রিপোর্টার: রোববার বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাগপা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। সমাবেশে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে দিল্লীতে। সেই দিল্লীর প্রেসক্রিপশনে এখন ফ্যাসিস্টের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। দেশের মানুষ একহয়ে ছাত্র জনতার সংগ্রামে শেখ হাসিনা সরকারের বিদায় ঘটেছে। স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। অথচ চট্টগ্রামে যে হামলা চালালো ইসকন নেতার অনুসারীরা, তাতে এডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দেশের মানুষকে নিয়ে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ফসল হিসেবে সুখী সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে জাগপা। দেশের ক্রান্তিলগ্নে ছাত্র জনতার অভ্যূত্থানে নতুন সূর্যের দেখা মিলেছে। সেই আলোতে নতুন বাংলাদেশ গড়তে। সুখি সমৃদ্ধ দেশ গড়ায় অংশ নিতে হবে। তাই আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোন ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে দাড়াতে না পারে।

বগুড়া জাগপার সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবেদুর রহমান, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, বিশিষ্ট সাংবাদিক মহসীন আলী রাজু, বিএফইউজে’র কেন্দ্রীয় সদস্য মির্জা সেলিম রেজা,

জেএসডির কেন্দ্রীয় সদস্য রেজাউল বারী দিপন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শ্রমিক নেতা লিটন শেখ বাঘা, জেলা জাগপার সহ সভাপতি আবু রায়হান, বাবলু জোয়ারদার।

জেলা জাগপার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদারের পরিচালনায় সমাবেশ জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments