Monday, December 23, 2024
Homeউত্তরের খবরসমাজ সেবক ছোটনের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন পঙ্গু হাফিজার

সমাজ সেবক ছোটনের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন পঙ্গু হাফিজার

প্রেস রিলিজ: সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন এর সহযোগিতায় শারিরীক প্রতিবন্দ্বী হাফিজার মন্ডল পেলেন হুইল চেয়ার। একটি হুইল চেয়ারের অভাবে দীর্ঘদিন ধরে হাফিজার স্বাভাবিক কর্মকান্ড এমনকি চলাফেরা করতে পারছিলেন না। সম্প্রতি একজন নারী আইনজীবীর ফেসবুক লাইভে এ সংক্রান্ত প্রতিবেদন দেখে সহযোগিতায় এগিয়ে আসেন ছোটন।

প্রতিবন্দ্বী হাফিজার মন্ডল এর বাড়ি বগুড়া পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড পালশা মন্ডলপাড়ায়। শনিবার দুপুরে একটি হুইল চেয়ার নিয়ে সেখানে ছুটে যান মাহবুবুর রহমান ছোটন। সেখানে গিয়ে নিজ হাতে প্রতিবন্দ্বী হাফিজার রহমানকে হুইল চেয়ারে বসিয়ে দেন তিনি। হাফিজারের স্ত্রী আফরোজা বেগমকে শিখিয়ে দেন হুইল চেয়ার চালানো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাভিশন টিভি চ্যানেলের বগুড়া অঞ্চল প্রধান আব্দুর রহিম বগড়া, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য মাহফুজ মণ্ডল, অ্যাড. সোহেলী মাহমুদ, তরুণ উদ্যোক্তা মাসুদুর রহমান বাপ্পী প্রমূখ।
হাফিজারের স্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে ঘুরছি একটি হুইল চেয়ারের জন্য, কোথাও পাইনি। হুইল চেয়ারের অভাবে পঙ্গু স্বামীকে নিয়ে অনেক কষ্ট পোহাতে হয় তাঁকে। ২০০২ সালে রিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়েন তাঁর স্বামী হাফিজার। তখন থেকেই বহু কষ্ট করে তাঁর পঙ্গু স্বামীকে নিয়ে চলাফেরা করছিলেন তিনি। হুইল চেয়ার পেয়ে তারা সবাই সন্তুষ্ট।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments