Monday, December 23, 2024
Homeজাতীয়রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে সাঈদের পরিবারকে বললেন অধ্যাপক ইউনূস

রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করতে সাঈদের পরিবারকে বললেন অধ্যাপক ইউনূস

ডেস্ক রিপোর্ট : নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।’
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকায় তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন।

আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments