Tuesday, December 24, 2024
Homeউত্তরের খবরসারাদেশের দেড়শো কবির অংশগ্রহণে বগুড়ায় কবি সম্মেলন শুরু

সারাদেশের দেড়শো কবির অংশগ্রহণে বগুড়ায় কবি সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সারাদেশ থেকে আগত দেড় শতাধিক কবিদের নিয়ে দু’দিন ব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টায় বগুড়া লেখক চক্রের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন এখন আর বগুড়ার নয়, এটি সারাদেশের কবিদের অনুষ্ঠান। প্রতিবছর এই কবি সম্মেলন মানুষের মাঝে সম্প্রতি ও ভালবাসা ছড়িয়ে দেয়। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংগঠন। বাংলাদেশের কবিদের লেখা এখন সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরষ্কার পেল তখন সারাবিশ্ব জেনেছিল বাঙালী নামে একটি জাতি। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও জেগে উঠেছিল। তারপর দেশভাগ হলো, বাংলাদেশ স্বাধীন হলো সবখানেই কিন্তু লেখকরা তাদের লেখনির মাধ্যমে জানান দিয়েছে।

একটি জাতির পথপ্রদর্শক হিসেবে লেখকরা এগিয়ে যান। লেখকরা লেখার মাধ্যমে বিদ্রোহ করে যায়। তাদের শক্তি কলমে। তাদের চাওয়া পাওয়া তাদের লেখার মাধ্যমে প্রকাশ করে থাকে। যে অসংগতিতে লেখনির মাধ্যমে তা কবিতা, গান, নাটক, সিনেমা হয়ে মানুষের মাঝে প্রকাশ ঘটায়। তাই প্রতিটি কবি তাদের লেখার মাঝে নিজেকে খুঁজে পায়।
বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক অধ্যক্ষ ড. বেলাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু,

ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল।
বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, প্রতিবছররে ন্যায় এবারও কবি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এবারের আয়োজন।

সকলের সহযোগীতা বগুড়া লেখক চক্র ৩৬ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়ে থাকে। সারাদেশ থেকে এবার দেড় শতাধিক কবি অংশ নিয়েছেন এই কবি সম্মেলন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments