সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ বুধবার আলহাজ¦ সহিদুল হক টুল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম,

সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ, ওয়ালিউল হক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান মওলা, ইউপি সদস্য রবিউল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শিপন মিয়া মিঠু, আলমগীর হোসেন আপেল, মুক্তার হোসেন, আব্দুল মোমিন, আব্দুল মালেক, আরিফ হোসেন, মেরিনা খানম প্রমুখ।
বক্তাগণ বলেন, সম্প্রতি সোনাতলা উপজেলার শিক্ষা নগরী এলাকা হিসেবে পরিচিত সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়, সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসা ও সৈয়দ আহম্মদ কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করেনানামুখী ষড়যন্ত্র চলছে। এমনকি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে একের পর এক চক্রান্ত করা হচ্ছে।

সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ আহম্মদ পরিবারের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সাদা মনের মানুষ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী বলেন, আমার মরহুম পিতা আলহাজ¦ নজবুল হক সাহেব, তিলে তিলে অত্র এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন।

সেগুলো কেউ ধ্বংস করুক এটা আমরা সহ্য করবো না, কিংবা আমাদের পরিবার তা মেনেও নেবে না। আপনারা এলাকাবাসী সবাই আমাদের সাথে থাকুন। আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুুত থাকবো।