বগুড়ায় শহর জামায়াতের দাওয়াতি গণসংযোগ

প্রেস রিলিজ: দাওয়াতীপক্ষ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া পৌরসভার ১৩ নংওয়ার্ডের ফুলতলাবাজার এলাকায় বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নংওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মতিয়ার রহমান, নায়েবে আমীর সাহেবআলী, আবুতালেব, সেক্রেটারী আবু সুফিয়ান পলাশ প্রমুখ।

এ সময় শহর আমীর বলেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআনের ছায়াতলে আসার আহবান জানান।