বগুড়ার ২য় বাইপাস সড়কে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী যুবক নিহত

 

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের ২য় বাইপাস সড়কে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২১নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম(২৭) শেখপাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, কাজের জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে ইব্রাহিম শেখ পাড়া এলাকায় ২য় বাইপাসে উঠলে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিমকে চাপা দেয়।এতে তিনি ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।