প্রেস রিলিজ:
বগুড়া বীট মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার শহরের কৈচর এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত। এছাড়াও সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ শুভেচ্ছা বক্তব্য দেন।
শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে খেলাধুলার পাশাপাশি মনোমুগ্ধকর প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজন সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মনিকা ঘোষ, অলোক কুমার এবং তাসনিম বিনতে রহমান ত্রয়ী।