গাবতলী প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩শ শিক্ষার্থী অংশ নেন। গাবতলী শহীদ জিয়াউর রহমান পাঠাগারের আয়োজনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও সাবেক মেয়র, জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সাবেক আহ্বায়ক ডাঃ ছাবেদ আলী,
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আতিয়ার রহমান আতোয়ার, আব্দুল জলিল প্রাং, আফসার আলী মিজু, এটিএম মতিউর রহমান, আব্দুল গফুর শাহ, ইস্কান্দার আলী ময়না, আবু হাসান শাহিন, মাহবুব হাসান নিভা, শাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।
এতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। জিয়াউর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদেরকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।