Friday, January 17, 2025
Homeউত্তরের খবরতারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে ৩১দফার কর্মসূচী হাতে নিয়েছেন-ভিপি সাইফুল

তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে ৩১দফার কর্মসূচী হাতে নিয়েছেন-ভিপি সাইফুল

বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, শীতের সময়ে তারেক রহমান নিজে অসহায় ও দরিদ্র মানুষের দুয়ারে শীতবন্ত্র নিয়ে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্তাত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। ওয়ান ইলেভেন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেন।

তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। চিকিৎসা শেষে তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে সেজন্য আওয়ামীলীগ সরকার তার বিরুদ্ধে বানোয়াট মামলা দিতে থাকেন। তারেক রহমান বলেছেন তার বিরুদ্ধে করা সকল মামলা আইনি প্রক্রিয়াতে মুক্ত হতে চান।

তিনি বলেন, তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করে ৩১দফার কর্মসূচী হাতে নিয়েছে। তিনি ৩১দফা দাবি বাস্তবায়ন করার জন্য কাজ করছেন।  দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে আওয়ামীলীগ সরকারের ক্যাঙ্গারু কোর্টে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করেন। বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে ফিরে এসে আতীতের মত আপনাদের পাশে থেকে দেশের উন্নয়ন করতে পারে।

মঙ্গলবার দুপুরে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের চারমাথা গোদারপাড়া বাজারে এলাকায় দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথাগুলো বলেন।

শীবতস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তেব্য তিনি একথাগুলো বলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীমুর রাজী তরুন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ,

১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাঙ্গা, রেজ্জাকুল হায়দার রুনু, ওয়াহেদুর রহমান, বেলাল হোসেন, রফিক, নাসির উদ্দিন, রানা, মুন্নু, তোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদল নেতা শোয়েব ইসলাম অভি, আরেফিন, শিশির, ছোয়াদ, রুকু, নিরব, রকি, রিফা প্রমুখ। অনুষ্ঠানে ২শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তি

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments