Thursday, January 16, 2025
Homeউত্তরের খবরসাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শাহীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান,

বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ব্রাদার্স কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ আরিফ প্রমুখ।

জানা যায়, ব্রাদার্স কর্পোরেশনের বাস্তবায়নে মেলায় ১০০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে তরুন উদ্যোক্তারা মেলায় অংশগ্রহন করছেন।

৬টি প্যাভিলিয়নসহ ষ্টলগুলোতে আকর্ষনীয় পণ্য রয়েছে। এছাড়া দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়ীসহ নানান ধরনের আধুনিক রাইড রয়েছে।

মেলার প্রবেশ মূল্য করা হয়েছে ২০টাকা। আলোচানা সভা শেষে দেশের খ্যাতিমান শিল্পী সুকুমার বাউল গান পরিবশেন করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments