প্রেস রিলিজ: বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, দেশের দরিদ্র ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে শুরু করে ভোর পর্যন্ত মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করেছেন। আজ তারেক রহমান দেশে থাকলে অতীতের মত শীতবস্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হতেন। তারেক রহমান বাংলাদেশে ফিরলে দেশের মানুষের আর দুঃখ,কষ্ট থাকবে না, আপনাদের সাথে নিয়েই তিনি দেশ গড়ে তুলবেন।
তিনি আরো বলেন, দেশমাতা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আবার অতীতের মত দেশে ফিরে মানুষের সেবা করতে পারেন। তিনি রবিবার বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য একথা বলেন।
বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম গফুর,
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ মিঠু, মানিকচক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, জেলা তাতী দল নেতা বাবুল আহমেদ, ১৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাঙ্গা,
বগুড়া জেলা ছাত্রদল নেতা অভি, আরিফিন, শিশির প্রমুখ। অনুষ্ঠানে ২শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।