প্রেস রিলিজ: রোটারী ক্লাব অব বগুড়া করতোয়া ও মোহাম্মদপুর ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন বাবুল’র সহযোগীতায় গরীব ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১১জানুয়ারি শনিবার বিকালে শহরের জলেশ্বরীতলা বারী চত্বর এলাকায় ২শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার প্রেসিডেন্ট রোটা: এ কে এম ফজলুল হক রেন্টু।
এসময় উপস্থিত ছিলেন রোটা: রেজাউল বারী ঈসা, রেজাউল করিম ডল, সুরাইয়া সাইদ, জহুরুল হক, পিপি তৌহিদ বিন আনিস হিল্লোল, রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার সেক্রেটারী মোঃ জিয়াউর রহমান প্রমুখ।