Saturday, January 11, 2025
Homeউত্তরের খবরশিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে-প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত

শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে-প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত

স্টাফ রিপোর্টার: বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৪ সালে একাডেমিক ও সহ শিক্ষা কার্যক্রমে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যাসহ প্রতিষ্ঠানের শিক্ষক আতাউর রহমান, মোর্শেদা চৌধুরী ও শাহ আলম। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাহবুবে সোবহানী বাপ্পী ও তাসনিম ত্রয়ী।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে। দেশ ও জাতির কল্যানে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করবে নিশ্চয়। তাই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

ভালোভাবে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি সকল শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments