Saturday, January 11, 2025
Homeউত্তরের খবরবগুড়ার শেরপুরে পরিবেশগত ছাড়পত্র বিহীন তিন ইটভাটাকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে পরিবেশগত ছাড়পত্র বিহীন তিন ইটভাটাকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:বগুড়ার শেরপুরে পরিবেশগত ছাড়পত্র বিহীন তিন ইটভাটাকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি এফএএল – জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

বুধবার পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে এ জরিমানা করা হয়৷ জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার শুভলী, মির্জাপুর, বিরইল এলাকায় অবস্থিত মেসার্স কোয়ালিটি ব্রিকস, মেসার্স এল এস বি ব্রিকস এবং মেসার্স হিমু (এম এইচ বি) ব্রিকস।

অভিযান্র নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন এবং মো মাহমুদুল হাসান। এসময় জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments