Sunday, January 12, 2025
Homeউত্তরের খবরউত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে

উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে

স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে চলতি সপ্তাহে বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে।

বৃহস্পতিবার বগুড়া জেলায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে কুয়াশায় সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

কুয়াশার কারণে ধীরগতিতে চলতে গিয়ে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। সকাল ১০ টা পর্যন্ত সুর্যের দেখা মেলেনি। বুধবার দুপুরে সুর্যের দেখা পাওয়া গেছে। উষ্ণতার পরশ পেতে খড়কুটো জ্বালাতে দেখা গেছে বিভিন্ন স্থানে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার
বৃহস্পতিবার বগুড়া জেলায় মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা বেড়েছে, উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে বগুড়ায়। এতে করে তীব্র শীত অনুভূত হচ্ছে, কুয়াশা রয়েছে।

পরিবহন চালকরা জানান, কুয়াশার কারণে দুই হাত পর পর দেখা যায় না এ কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ধীরগতিতে চলাচল করতে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।

সকালে কাজের সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। রিক্সা চালক আছির উদ্দিন, নির্জামাণ  শ্রমিক মাহাতাব, অটোরিকশা চালক মহির উল্লা বলেন, কাজ না করলে খাওয়া নেই, তাই যত শীত হোক বের হতেই হবে, তবে এখন বাতাস আর কুয়াশা থাকার কারণে কষ্ট হচ্ছে। এখনো কেউ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়াইনি বলে জানিয়েছেন এসব নির্মাণ শ্রমিকসহ দিনমজুররা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments