Sunday, January 12, 2025
Homeউত্তরের খবরনতুন বছরের প্রথম দিনে বগুড়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন...

নতুন বছরের প্রথম দিনে বগুড়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার: নতুন বছরের প্রথম দিনে বই পেয়েছে বগুড়ার প্রাথমিক শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে তিনটি ও চারটি করে বই বিতরণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিছু বই পাওয়া গেলেও মাধ্যমিক এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য কোন বই এখনো পাওয়া যায়নি। তবে এক সপ্তাহের মধ্যেই বই পাওয়া যাবে বলে জানা গেছে। বুধবার সকালে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

সকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুলের প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
বগুড়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসে সুত্রে জানা গেছে, প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৮১ লাখ পিস। এরমধ্যে প্রাথমিকে ১৮ লাখ ৯০ হাজার এবং মাধ্যমিকসহ ইবতেদায়ী, দাখিল, ইংরেজি ভার্সন এবং কারিগরী মিলে বইয়ের চাহিদা রয়েছে ৬২ লাখ ১৯ হাজার ৬৯৪টি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ জানান জানান, জেলার ৯৮৮ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, কারিগরী ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৬২ লাখ ১৯ হাজার ৬৯৪টি বইয়ের প্রয়োজন। এরমধ্যে মাদ্রাসার একটি শ্রেণির কিছু বই এলেও মাধ্যমিক ও কারিগরী শিক্ষার্থীদের জন্য কোন বই এখনও আমাদের হাতে পৌঁছায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন জানান, জেলার কয়েকটি উপজেলায় বিতরণের জন্য প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কিছু বই গতকালই তারা পেয়েছেন। ইতোমধ্যে বইগুলো বিভিন্ন উপজেলার স্কুলে স্কুলে পৌঁছে গেছে।শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেয়ে খুশি। তারা ভালোভাবে পড়াশোনা করবে।
বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহমিনা বেগম জানান, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছু বই বিতরণ করা হয়েছে। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের বই এক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে বলে জানান।

এদিন বেলা ১১ টায় বগুড়ার দা’ হলি কুরআন এন্ড সাইন্স স্কুলে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। জিলা স্কুলের সাবেকসহকারী প্রধান শিক্ষক ও অত্র স্কুলের অধ্যক্ষ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রেজাউন নবী নতুন বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। সেই সাথে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক এই তিনের যোগ সূত্রে কিভাবে একজন আদর্শ শিক্ষার্থী তৈরি করা সম্ভব তা তার বক্তব্যে তুলে ধরেন।

এই সময় উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রিপোর্টার আব্দুস সালাম বাবু, দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি প্রতীক ওমর, বগুড়া ফটো র্জানালিস্ট এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক আল-মুমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর আলম রিমন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments