Sunday, January 12, 2025
Homeবিনোদনবগুড়ার শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

বগুড়ার শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

 

প্রেস রিলিজ: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে অর্ধাশতাধিক কবি ও সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হয়েছিলো শেরপুর উপজেলার প্রত্যান্ত অঞ্চল বামিহাল। উৎসবে উদ্বোধনী আলোচসভা, গ্রামের বিশিষ্টজনদের শুভেচ্ছা কথন, বরেন্য কবিদের কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও আলোচনা সভার মধ্যে দিয়ে সন্ধ্যায় শেষ হয়।

উৎসবে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও ছোটকাগজ লোক সম্পাদক অনিকেত শামীম। সকাল ১০ টায় বামিহাল সাহিত্য উৎসবের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।

বামিহাল সাহিত্য উৎসব এর উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন, কবি ও দ্যুতি সম্পাদক জয়ন্ত দেব, আরশি সম্পাদক মাহফুল আক্তার, কবি ও শিক্ষাবিদ প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, বিশালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আহম্মদ, শেরপুর সাহিত্য চক্রের সভাপতি সুলতান মাহমুদ রনি, কবি সর্দার ফাতেমা ময়না।

উৎসবের উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন বিশালপুর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন কবি ও সাংবাদিক এইচ আলিম এবং কবি সাকিল মাহমুদ।

উদ্বোধনী শেষে কবিকণ্ঠে কবিতা পাঠ করেন মাহফুল আক্তার, সাকিল মাহমুদ, যাহিদ সুবহান, ফাতেমা ইয়াসমিন, পাপিয়া সুলতানা, ফারজানা করিম, সোহাগ সাদেক, এথেন্স পাটোয়ারী, অনিশ রুহান, অনিক রায়, হাফছা পারভীন হ্যাপী, সানিয়া রহমান, অনন্য রাসেল, প্রিয়ম পলাশ, জীবন সাহা, বিশ্বজিৎ চৌধুরী রিবণ, সাহেব মাহমুদ, মীর এনামুল, ফকির আমিনুল ইসলাম, পবিত্র মহন্ত, স্বপন রেজা প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠ পর্বের সঞ্চালনা করেন কবি, সাংবাদিক ও ছোটকাগজ সম্পাদক হাদিউল হৃদয়।
বামিহাল সাহিত্য উৎসবে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।

এ বছর কবিতায় খলিল মজিদ, ছোটকাগজ সম্পাদনায় ‘দূরের সাইকেল’ সম্পাদক হোসেন দেলওয়ার, শিশুসাহিত্যে শেলী সেনগুপ্তা, প্রবন্ধ-সাহিত্যে মিজান রহমান, কথাসাহিত্যে মনি হায়দারকে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২৪ এবং কবিতায় রকিব লিখন, কথাসাহিত্যে সাগরিকা নাসরিনকে বামিহাল তরুণ সাহিত্য পুরস্কার ২০২৪ দেওয়া হয়।

এ সাত জনের হাতে উত্তরীয়, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের সভা প্রধান কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ শোয়েব শাহরিয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লিটলম্যাগ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি ও ছোটকাগজ সম্পাদক অনিকেত শামীম।

এ সময় উপস্থিত ছিলেন, কবি-প্রাবন্ধিক শিবলী মোকতাদির, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বামিহাল সম্পাদক কবি রনি বর্মন। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় মোনালিসা মানসী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালনা করেন বামিহাল সাহিত্য উৎসবের সমন্বয়ক কবি ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments