Saturday, January 11, 2025
Homeজাতীয়দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়- মির্জা ফখরুল

দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা রাষ্ট্রের সংস্কারের জন্য কয়েকটি কমিশন করেছেন, কমিশন কাজ করছে ভালো কথা। এই কমিশন কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পন্ডিত ব্যক্তিকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে ভালো করে চিনি, সম্মান করি। কিন্তু একইসঙ্গে জনগণের কাছে যান তারা কি চায় জানুন।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ করে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে- দেশে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অস্থিতিশীলতা রয়েছে, ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে।

নির্বাচিত সরকারের শক্তি অনেক বেশি, কারণের পেছনে জনগণ থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি করেই চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।’

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জাগপার সভাপতি, বীর মুক্তিযোদ্ধ খন্দকার লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments