প্রেস রিলিজ: রবিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কুটামহিন উত্তরপাড়া পাকারাস্তা সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বিএনপি নেতা লালু খান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নবীর হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য বদরুল জামান সজীব,
সমাজসেবক মোস্তাফিজার রহমান শামীম, জাকিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জল, পৌর যুবদলের সদস্য আব্দুল হালিম, মালেক মোক্তাদির, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিবন ইসলাম,
দূর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিরব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর ইসলাম, রাঙ্গা মিয়া, শ্রমিকদল নেতা জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নোমান বাবু, যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন, সমাজসেবক দারুন নাইস ওহি, শামীউল আলম, রেদওয়ানুল ফেরদৌস, আবুল হোসেন, সৈয়দ আলী, মোন্তেজার রহমান, লাল মিয়া, মজনু মিয়া, ছাইফুল ইসলাম, আলমগীর হোসেন, লিটন মিয়া, আমজাদ হোসেন প্রমূখ। পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর হোসেন ও শফিকুল ইসলাম।
শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর বাউল গান পরিবেশন করবেন সুনামধন্য কণ্ঠশিল্পী লিমা পাগলী।