Monday, December 23, 2024
Homeউত্তরের খবর টিএমএসএস’র উদ্যোগে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতিকে সংবর্ধনা

 টিএমএসএস’র উদ্যোগে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতিকে সংবর্ধনা

 

প্রেস রিলিজ: আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও দ্যা বারী গ্রুপ এর সিইও আসিফ বারী টুটুল এর সংবর্ধনা ও টিএমএসএস কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা গতকাল শুক্রবার বিকালে হোটেল মম ইন, বগুড়ায় অনুষ্ঠিত হয়। এসময় আসিফ বারী টুটুল বারী গ্রুপের পক্ষ থেকে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সভুক্ত অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্র সহ ইয়াতিমখানার অনুকূলে পঁচিশ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে এসব প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

একই অনুষ্ঠানে টিএমএসএস এ্যাডভাইজার ফরেন এ্যাফেয়ারস বগুড়ার সন্তান মোস্তাফিজুর রহমান পল্টুকেও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ বারী টুটুল এর সহধর্মিণী হাসিনা মুনমুন ও তাদের ছেলে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম, টিএমএসএস উপ নির্বাহী পরিচালক রোটা.ডাঃ মোঃ মতিউর রহমান, উপ নির্বাহী পরিচালক লায়ন মোঃ সোহরাব আলী খান, সেক্টর প্রধান লায়ন ফয়জুন নাহার, লায়ন চীফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক সহ বিভিন্ন বিভাগের পরিচালক,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ভেঞ্চার প্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ্ব।

অনুষ্ঠানে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও দ্যা বারী গ্রুপ এর সিইও আসিফ বারী টুটুল তার পক্ষ থেকে টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম কে তার প্রতিষ্ঠান ও লায়ন আমেরিকার পক্ষে সংবর্ধনা প্রদান করেন।

এছাড়াও উপস্থিত লায়ন মেম্বারদের উত্তরীয়ও উপহার প্রদান করেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments