গাবতলী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাবতলী পৌরসভার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
গাবতলী পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উনচুরকি মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেন সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা ছাবেদ আলী সরকার, মতিউর রহমান কামাল, সাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, নাছির উদ্দিন বুলবুল উপস্থিত ছিলেন।
পৌর এলাকায় ১০ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।
সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে সবসময় কাজ করেন । তিনি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেশের বাইরে থাকলেও জনগণের পাশে সব সময় রয়েছেন। তার নির্দেশেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে।