স্টাফ রিপোর্টার: বৈষম্যহীন, অনিয়ম দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মহান বিজয় দিবসে বগুড়ায় স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের স্মৃতি স্মরণে নির্মিত ‘মুক্তির ফুলবাড়িতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়ায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
সোমবার সূর্যদয়ের সাথে সাথে মানুষের ঢল নামে বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, পৌরসভা, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সহকারী কমিশনার মো: সাদমান আকিফ প্রমুখ।
জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ বগুড়ার পুলিশ সুপার) মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত ডিআইজি (পিবিআই বগুড়ার পুলিশ সুপার) শাহ মমতাজ উদ্দিন, বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রশিদ, মোঃ মোতাহার হোসেন প্রমুখ।
এদিকে বগুড়া জেলা বিএনপি এদিন সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্র্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, শহিদ উন-নবী সালাম প্রমুখ।
একই সময়ে পুস্পস্তুবক অর্পণ করে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব শবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান প্রমুখ।