স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বুদ্ধিজীবীদের হত্যাকারীরা আজও আড়ালেই থেকে গেলো। পরিকল্পিত ভাবে দেশকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। দেশের এ সব সূর্য সন্তানদের হত্যা, জাতী হিসাবে আমাদের জন্য দূর্ভাগ্য। পরিকল্পিত হত্যার শিকার। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করি।
শনিবার বিকালে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলুলুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন,
জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, সহ-সভাপতি এ্যড. আব্দুল বাছেদ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেত তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবু হাসান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কী প্রমুখ।