Monday, December 23, 2024
Homeসারা বাংলাশহিদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শহিদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফাঁপোড় ইউনিয়ন পরিষদ চত্বরে কৈচড় বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, প্রত্নতত্ব অধিদপ্তর, সিভিল সার্জন, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ পুস্পমাল্য অর্পন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ব্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, আব্দুল করিম, আরাফাত হোসেন, অতি: জেলা ম্যাজিস্ট্রেট পি.এম. ইমরুল আয়েস, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, আসাদ, মো: মোতাহার হোসেন, সদর থানার ওসি এসএম মইন উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments