স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের একটি ছাত্রাবাস থেকে গভীর রাতে ‘র্যাবের পোশাক’ পরে র্যাব পরিচয়ে এক কলেজ ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনার পর শনিবার রাতে অপহৃত কলেজছাত্রকে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। মুক্তিপণের টাকা নিতে নারীকে নারায়ণগঞ্জে আটক করেছে পুলিশ। র্যাব পরিচয়ে ওই যুবককে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শহরের জহরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে র্যাবের পোশাক’ পরা ৫ ব্যক্তি ফেরদৌস নামের সরকারি শাহ সুলতান কলেজের অনার্স চূড়ান্ত পর্বে পড়ুয়া ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিরা ফেরদৌসকে পেটাতে পেটাতে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
র্যাব কিংবা অন্য কোনো আইন-শৃঙ্খলা বাহিনী ফেরদৌসকে আটক করে নি এটি নিশ্চিত হবার পর তার স্ত্রী মাহবুবা বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা করেন শনিবার। বিকেল নাগাদ পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করে একটি চক্র। চক্রের পাঠানো বিকাশ নাম্বারে ফেরদৌসের পরিবার কিছু টাকা পাঠানোর পর সেই টাকা নিতে গেলে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুই নারীকে আটক করে।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি একেএম মঈন উদ্দীন জানান, ওই দুই নারীকে আটকের কিছুসময় পর ভুক্তভোগী ফেরদৌস মোবাইল ফোনে পরিবারকে জানান তাকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে এবং পুলিশের হাতে আটক দুই নারীকে ছেড়ে দিতে বলেছে।
এক পর্যায়ে আহত অবস্থায় ফেরদৌসকে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি ফার্মেসির সামনে থেকে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। অপহৃত ফেরদৌস এবং আটক দুই নারীকে নিতে বগুড়া জেলা পুলিশের একটি টিম নরসিংদী ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। র্যাবের পোশাক পরে এবং র্যাব পরিচয়ে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।