Monday, December 23, 2024
Homeউত্তরের খবরবগুড়ায় জয়িতাদের সম্মাননা প্রদান

বগুড়ায় জয়িতাদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানে জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

অনুষ্ঠানে পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, জেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকতা তানজিমা আক্তার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন ক্যাটাগরিতে সদর উপজেলায় ৫ জন, জেলা পর্যায়ে ৫ জন নির্বাচিত জয়িতাকে সম্মাননা দেয়া হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সকল উপজেলায় সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা আফসানা নীরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments